বাংলা ও ডিজিটাল শিক্ষা সফটওয়্যার
বিজয় একুশে বাংলা সফটওয়্যারে রয়েছে বিজয় ASCII এবং UNICODE এনকোডিং-এ লেখার ব্যবস্থা। বিজয় ASCII এনকোডিং-এ লেখা যায় বিজয় ও মুনীর কীবোর্ড ব্যবহার করে। বিজয় ASCII থেকে UNICODE এবং অন্যান্য বাংলা সফটওয়্যার থেকে বিজয়-এ ডাটা এবং Unicode থেকে Bijoy ASCII তে রূপান্তর করার জন্য এতে রয়েছে কনভার্টার। বিজয় একুশে উইন্ডোজ এক্সপি, ভিস্তা, সেভেন, এইট, টেন এবং উইন্ডোজ এগারো অপারেটিং সিস্টেমের ৩২ ও ৬৪ বিটে কাজ করে। এতে রয়েছে মুদ্রণ ও প্রকাশনার কাজ করার জন্য ৮২টি ফন্ট। বিজয় একুশে BDS ১৫২০:২০১১ কম্পার্টিবল। এটি প্রচলিত ডকুমেন্ট সমর্থন করে এবং ডাটা কনভার্ট করে।